চুয়াডাঙ্গার বেগমপুরে পাঁচিলের পাশদিয়ে বৃষ্টির পানি যাওয়াকে নিয়ে মারামারিতে আহত ৫

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেগমপুরে বাড়ির পাঁচিলের পাশ দিয়ে পানি যাওয়াকে নিয়ে মারামারিতে একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর পুরাতন হাটপাড়ার জাহার আলী (৫৫) তার স্ত্রী জামিরন বেগম (৫০) ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সাইফুলের স্ত্রী জুলেখা বেগম (২৮)। গতকাল বিকেলে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, তাদের বাড়ির চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা থাকলেও প্রতিবেশী নাসির উদ্দিনের বাড়ির ব্যবহার করা সমস্ত পানি তাদের পাঁচিলের গাঁ ঘেষে যায়। পানি যাওয়ার কারণে পাঁচিলের নিচে ফাটল দেখা দেয়। গতকাল বুধবার দুপুরে বৃষ্টি হলে সেই পানি পাঁচিলের নিচ দিয়ে যাচ্ছিলো এতে পাঁচিলের একাংশে ফাটল দেখা দিলে নাসিরকে বলা হয় পাঁচিলের পাশ দিয়ে নালা কেটে দেয়ার জন্য। শুরু হয় দু পরিবারের বাকবিতণ্ডা। এক পর্যায়ে প্রতিবেশী মৃত কোরবান আলীর ছেলে নাসির, ছমির, গিয়াস ও গিয়াসের ছেলে গাফফার বাটাম-লাঠিসোঁটা নিয়ে ছুটে এসে তাদের ওপর হামলে পড়ে। বাটামে ও লাঠিসোঁটার আঘাতে সাইফুল ও তার স্ত্রী জুলেখা বেগম গুরুতর আহত হন। ছেলেকে মারছে খবর পেয়ে জাহান আলী ও জামিরন বেগম ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে তারা। পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। জাহার আলী, জামিরন বেগম ও সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও জুলেখা বেগমের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।