চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ মালামাল উদ্ধার

দামুড়হুদা/জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বিজিবি ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মদ, ফেনসিডিল ও গাঁজা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং সিসা ও স্যান্ডেল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি গতকাল সোমবার রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ বাড়াদী বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।
এছাড়া গতকাল সোমবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার একরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের পাকা রাস্তার মোড়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫২ জোড়া লেডিস স্যান্ডেল আটক করতে সক্ষম হয়।
এদিকে রোববার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জহির উদ্দিন বাবর সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামের বিলপাড়া রামক মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬২ বোতল ফেনসিডিল এবং ৩ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।
এছাড়া গত রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি সিসা আটক করতে সক্ষম হয়।
একইদিন রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদরের খালপাড় নামক মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৬ বোতল মদ এবং ৫ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
এছাড়া রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোশারফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের খালপাড় নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
জীবননগর উপজেলার ৩টি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। গতকাল সোমবার জীবননগর বিশেষ ক্যাম্প ২ কেজি গাঁজা, রাজাপুর বিজিবি ৩৩৫ বোতল ও ধোপাখালী বিজিবি ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি জওয়ানরা তেঁতুলিয়াস্থ চেকপোস্টে যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি তল্লাশি চালায়। এ সময় বাসের বাঙ্কার হতে ২ কেজি ২শ’ গ্রাম উদ্ধার করে। রাজাপুর বিওপির বিজিবি জওয়ানরা সিংনগর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় ওই মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং ধোপাখালী বিওপির বিজিবি সদস্যরা সন্তোষপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় মালিক বিহীন অবস্থায় ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ডিএডি নজরুল ইসলাম খান মদ ও গাঁজা উদ্ধারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।