চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রির উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। আমাদের প্রতিনিধিরা চাল বিক্রি উদ্বোধনের বিস্তারিত খবর পাঠিয়েছেন।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা হারদী শেখপাড়া গ্রামে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্য শস্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। গতকাল বুধবার সকালে হারদী ইউনিয়নের ৫৯৩ কার্ডের মধ্যে ২৪৭টি কার্ডের ১০ টাকা কেজি চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি চাউলের ডিলার আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষানুরাগী নুরুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা থানার এনআই জিয়াউর রহমান, পল্লী উন্নয়ন অফিসার সায়লা শারমীন, সমবায় অফিসার এবিএসএম আক্কাচ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ শর্মা, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে। যুবলীগ নেতা শেখ মনিরুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউসি সদস্য আবুল কালাম আজাদ, মোহাবুর রহমান টিপু, আবু বকর সিদ্দীক, মুনতাজ আলী, মুনসুর আলী, ছিদ্দিক আলী, হিরক আলী, খাইরুল আলম, ফরিদ উদ্দিন শারমীন আক্তার, পারভীনা খাতুন, মহিলা খাতুন প্রমুখ।

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে সকাল ৯টায় নতিপোতা গ্রামে কর্মসূচির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক, আ.লীগ নেতা মহসীন আলী, ইউপি সদস্য সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য রুবিনা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খাদ্য অধিদফতরের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেশের হতদরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে। নতিপোতা ইউনিয়নে মোট ১ হাজার ৯৩ হতদরিদ্র মানুষ ওই সুবিধা পাচ্ছেন। নতিপোতা ইউনিয়নে নতিপোতা গ্রামের মহসীন আলী ও কালিয়াবকরী গ্রামের জুলফিকার আলী ভুট্টো ওই দুই জন ডিলারের মাধ্যমে কার্যক্রম চলবে প্রতি বছরের ৫ মাস পর্যন্ত এবং প্রতি মাসে কার্ড প্রতি মোট ৩০ কেজি চাল পাবেন সুবিধাভোগীরা। এছাড়া সপ্তাহে শুক্রবার, শনিবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এর আগে কালিয়াবকরী গ্রামে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।

ভ্রাম্যমাণ সংবাদদাতা জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে গতকাল শুক্রবার সকাল ৯টার  দিকে  হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি মূল্যে  চাল  বিক্রি কর্মসূচি  উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিক্রি উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান  খলিলুর রহমান ভুট্র,  ইউপি সদস্য আব্দুল হাকিম, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, অ্যাড, জাহিদুর রহমান মুকুল, হতদরিদ্র ডিলার সাংবাদিক মোস্তাফিজ কচি। অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে চাল বিক্রি কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা ত্যাগ অফিসার মাসুদার রহমান, ডিলার নজীর আহম্মেদ, আব্দুল হান্নান, ইউপি সদস্য মনি বিশ্বাস। কার্পাসডাঙ্গা ইউনিয়নে মোট কার্ড সংখ্যা ২ হাজার ৭৫৩টি। গতকালই ৫১৭ জনের মাঝে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়।

 

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, ভাংবাড়িয়ায় শুক্রবার হাটবোয়ালিয়া নতুন বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়। ভাংবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আশাবুল হক ঠাণ্ডুর ডিলারের মাধ্যমে চাল বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা মশিকুর রহমান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরব হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন ও মেম্বার আমিরুল ইসলাম, আনিছুর রহমান, সোহাগসহ স্থানীয় প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন ও কুড়ুলগাছি ইউনিয়নে খাদ্য অধিদফতর কৃতক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্য খাদ্যশস্য বিতরণ প্রকল্পের আওতায় গতকাল শক্রবার সকালে কার্পাসডাঙ্গায় ও কুড়ুলগাছি ইউনিয়নে চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মা. আজিজুর রহমান ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভা.) আব্দুল হালিম। উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো: ইনামুল করিম ইনু, কুড়ুলগাছি ইউনিয়ন আ. লীগের যুগ্মসম্পাদক সরোয়ার হোসেন, রব মেম্বার, আলী আহম্মদ গাইন মেম্বার, কাদের মেম্বার, ডিলার মিন্টু, রাঙ্গা খালেক প্রমুখ।

হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় হতদরিদ্রদের মাঝে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার হাটবোয়ালিয়া নতুন বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়। ভাংবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আশাবুল হক ঠাণ্ডুর ডিলারের মাধ্যমে চাল বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা মশিকুর রহমান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরব হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন ও মেম্বার আমিরুল ইসলাম, আনিছুর রহমান, সোহাগসহ স্থানীয় প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ।

 

 

কুড়লগাছি প্রতিনিধি জানিয়েছেন,  দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্য অধিদফতর পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুল হক, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, দামুড়হুদা মৎস্য অফিসার আইয়ুব আলী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শাহ মো. এনামুল করীম ইনুর, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, এ সময় কুড়ুলগাছি ইউনিয়নের দুজন ডিলার সরোয়ার ও মিন্টু উপস্থিত ছিলেন। পরে অতিথি সুবিধাভোগীদের হাতে প্রতি কেজি ১০ টাকা কেজি দরে ৩০ কেজি ওজনের চালের বস্তা তুলে দেন।  ইউনিয়নের  প্রায় ১ হাজার ৭শ জন হতদরিদ্র কর্মাভাবকালীন সময় সেপ্টেম্বর থেকে ৫ মাস এ সুবিধা পাবেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল প্রধান অতিথি হিসেবে এ চাল বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হাসাদাহ ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠির মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, জীবননগর পৌর আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন জালাল, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস, ইউপি সদস্য জুম্মাত মন্ডল, শিরিনা খাতুন ও শফি তালুকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ডিলার মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন পূর্বক আলোচনাসভায় খাদ্য পরিদর্শক রবিউল ইসলাম বক্তব্য রাখেন। এ ইউনিয়নে দুটি ডিলারের মাধ্যমে ৩৮৮ দরিদ্র মানুষকে প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে জানা গেছে।