চুয়াডাঙ্গার বদরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ আহত : চালক ও প্রাইভেট কার আটক

 

সরোজগঞ্জ/বদরগঞ্জ প্রতিনিধি: প্রাইভেট কারের ধাক্কায় মুত্যুশয্যয় বৃদ্ধ ফজলুর রহমান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের  মৃত রব্বানী মণ্ডলের ছেলে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনগণের সহযোগিতায় চালক ও প্রাইভেট কার আটক করেছে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ বাজারে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের মৃত রব্বানী মণ্ডলের ছেলে ফজলুর রহমান (৬০) চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারের এক চায়ের দোকানে চা পান করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৭০৬) তাকে ধাক্কা দেয়। আছড়ে পড়ে ফজলুর রহমান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশস্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জনগণের সহযোগিতায় চালক ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার ছোটভাদড়া গ্রামে রজব আলী ছেলে বাচ্চু মিয়া  ও প্রাইভেট কার আটক করেছেন।