চুয়াডাঙ্গার বদরগঞ্জে ট্রাকের ধাক্কায় একজন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে ট্রাকের ধাক্কায় আহত হলেন পল্লি চিকিৎসক সিদ্দিকুর রহমান (৪৮)। গতকাল তিনি মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী একটি গ্রামে রোগী দেখতে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন বুড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ও পল্লি চিকিৎসক হিসেবে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে কর্মরত আছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সিদ্দিকুর রহমান মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী গ্রামে যাচ্ছিলেন রোগী দেখতে। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ বাজারের মাঝে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি পাকা সড়কে আছড়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সিদ্দিকুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।