চুয়াডাঙ্গার নুরুল্লাপুরে জমি নিয়ে বিরোধে মামার ধারালো অস্ত্রের আঘাতে দু’ভাগ্নে জখম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের নুরুল্লাপুরে শরিকানা জমির ভাগাভাগী নিয়ে মামা ও তার পরিবারের লোকজন কুপিয়ে জখম করলো আপন দু’ভাগ্নে জাহাঙ্গীর ও ইব্রাহিমকে। গতকাল রোববার সকালে রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর (৩৪) ও ইব্রাহিম (২৫) চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর মল্লিকপাড়ার আহমের মল্লিকের ছেলে। জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, নানা আফছার ম-লের মৃত্যুর পর জমি ভাগাভাগী করলেও তার মা সূর্য ভানুর জমি তার মামা খলিল ও আব্দুল গনি জোর করে দখলে নেয়। মায়ের জমির ভাগ চাইতে গেলে মামারা হুমকি-ধামকি দেয়। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর ও ইব্রাহিম তার মামার বাড়ির জমি ভাগ চাইতে গেলে তাদের সাথে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে তার মামা আব্দুল গনি, খলিল ও গনির ছেলে রেজাউল ধারালো অস্ত্র হেঁসো দিয়ে তাদের দু’ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যরা ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।