চুয়াডাঙ্গার নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নিউ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তাদের রিপোর্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গ্রহণযোগ্য হবে না জেনেও তারা রোগীকে ভুল বুঝিয়ে রক্তের ক্রসিংমেসিং করেছে। ফলে রোগীকে পুনরায় সদর হাসপাতাল থেকে ক্রসমেসিং করতে হয়েছে। একদিকে হয়রানি, অন্যদিকে দ্বিগুন পয়সাকড়ি খরচ করতে বাধ্য হয়েছেন রোগীর লোকজন। এমনই অভিযোগ করেছেন আলমডাঙ্গা রুইথনপুর গ্রামের আবুল কালাম।
অভিযোগকারী আবুল কালাম জানান, তার স্ত্রী কাকলী খাতুনের প্রসব বেদনা উঠলে বৃহস্পতিবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টায় মেয়ে সন্তান হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কাকলীর শরীরে রক্তের প্রয়োজন হয়। সকাল ১০টার দিকে রক্ত দেয়ার জন্য রক্তের ক্রসমেসিং প্রয়োজন হয়। হাসপাতাল থেকে ক্রসমেসিং করার বিধান থাকলে সোহান নামের এক যুবক তাকে ভুল বুঝিয়ে নিউ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারে নিয়ে যায়। কিন্তু ওই ডায়াগনস্টিক সেন্টারের ক্রসমেসিংয়ের বৈধতা না থাকলেও তারা কাকলীর রক্তের ক্রসমেসিং করে। ওই রিপোর্ট হাসপাতালে নেয়া হলে তা অগ্রহণযোগ্য বলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে তা বাতিল বলে জানানো হয়। পরে হাসপাতালের ব্লাডব্যাংক থেকে পুনরায় রক্তের ক্রসমেসিং করানো হয়। অভিযোগকারী আবুল কালাম জানান নিউ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার টাকার লোভে আমার সাথে প্রতারণা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের সুদৃষ্টি কামনা করেছেন।