চুয়াডাঙ্গার দোস্তগ্রামে পিকনিক করে তাড়ির আসর : প্রতিবাদ করায় দোকানে হামলা মারপিটের অভিযোগ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের দোস্তগ্রামে পিকনিক করে তাড়ির আসর বসায় কয়েকজন নেশাখোর। দোকানে এসে মাতলামোর প্রতিবাদ করায় নেশাখোররা দোকানে হামলা চালিয়ে লুটপাট ও দোকানিকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত আমতলাপাড়ার কিসমত ফকিরের ছেলে তাড়ি বিক্রেতা রুস্তম আলী গতকাল বুধবার বিকেল ৪টার দিকে গ্রামের বিলের মাঠে মুরগি জবাই করে তাড়ির আসর বসায়। আসরে যোগ দেয় গ্রামের মন্নাফ মোল্লার ছেলে শাজাহান মোল্লা, আরশাদের ছেলে বাবু, জাফর আলীর ছেলে ইয়াবা বিক্রেতা বিল্লাল হোসেন, আরশাদের ছেলে রফিক। নেশাখোররা রাত সাড়ে ১০টার দিকে স্বদলবলে এসে মোল্লাপাড়ার সিরাজ প্রধানের ছেলে আলী হোসেনের দোকানে মাতলামো করে। এ সময় আলী হোসেন প্রতিবাদ করায় তার দোকানে হামলা চালায় এবং তাকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে নেশাখোররা আলীর পকেটে ও দোকানের ক্যাশবাক্স থেকে সাড়ে ১৯শ টাকা লুট করে নেয়। দোকানে বসে থাকা লোকজন প্রতিবাদ করতে গেলেও তাদের ওপর চড়াও হয় মাতালরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিজলগাড়ি ক্যাম্প পুলিশের সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে নেশাখোর ও তাড়ি বিক্রেতা রুস্তম আলী। এ ব্যাপারে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শফিকুর রহমান বলেন, নেশাদ্রব্য বিক্রি এবং সেবনকারীদের কাউকে ছাড় দেয়া হবে না।