চুয়াডাঙ্গার তিতুদহ ক্যাম্প পুলিশের অভিযান : ডাকাতি মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ক্যাম্প পুলিশ শনিবার রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হোসেনের নির্দেশে তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই লিটন গাজী সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জালশুকা, বোয়ালিয়া ও নেহালপুর চৌধুরীপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশ শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মহাম্মদ আলীর ছেলে ওসমান গনি, আবু তালেবের ছেলে আব্দুর রহমান, নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ইসলামের ছেলে নজরুল ইসলাম এবং নেহালপুর চৌধুরীপাড়ার জয়নালের ছেলে জান্নাতুল ওরফে নাজমুল হোসেনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। পুলিশ বলেছে, সম্প্রতি এলাকায় বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। নাজমুল এসব ডাকাতির ঘটনার সাথে জড়িত আছে। যার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে এসেছে। তাকে আরও পুলিশি জিজ্ঞাসাবাদ করলে চক্রের বাকি সদস্যদের পরিচয় ও গ্রেফতার করা সম্ভব হবে। আর বাকি আসামিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারকৃত ৪ জনকেই গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।