চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করেছে। গতকাল বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে ডিঙ্গেদহ বাজারে মিষ্টি ফুড নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মিষ্টান্নদ্রব্য বিক্রির প্রতিষ্ঠান কাশেম অ্যান্ড সন্স-এ অভিযান চালিয়ে ওজনে কারচুপির অপরাধে প্রতিষ্ঠানের মালিক কাজি আমিনুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানের মালিকই জরিমানার টাকা অভিযান চলাকালে পরিশোধ করেন। এসময় উপস্থিত ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর ও চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মঞ্জুরুল আলম লার্জ।