চুয়াডাঙ্গার কৃষ্ণপুর মুজিবপাড়ায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কৃষ্ণপুর মুজিবপাড়ায় হতদরিদ্র পরিবারের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের হাসানের বিরুদ্ধে। হাসানের চাচা হামিদের হুমকি ধামকিতে স্কুলছাত্রী বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে অন্য গ্রামে। উপায়ান্তর না পেয়ে অবশেষে মামলা করতে হাজির হয়েছে চুয়াডাঙ্গা সদর থানায়। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে অভিযুক্ত ধর্ষক হাসানকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর মুজিবপাড়ার এক দিনমুজুরের মেয়ে দর্শনা দক্ষিণচাদপুর স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করে আসছিলো একইপাড়ার প্রভাবশালী হারুন অর রশিদের বখাটে ছেলে হাসান। গত সোমবার রাত ১০টার দিকে হাসান জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী মাঠে। নির্জন মাঠে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত হাসান। রাত আড়াইটার দিকে স্কুলছাত্রীকে বাড়িতে ফেরত দিয়ে হাসান স্কুলছাত্রী এবং তার পরিবারের সদস্যদের হুমকি দেয়, এ ঘটনায় কাউকে বললে বা মামলা দায়ের করলে ফের এ ধরনের ঘটনা ঘটিয়ে হত্যা করার। প্রাণ ও সম্মানের ভয়ে মামলা দায়ের না করলেও গ্রাম্যমাতবরদের কাছে বিচার প্রার্থনা করেন ওই স্কুলছাত্রীর পিতা। গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে সালিস বৈঠকের আয়োজন করা হলেও হাসানের চাচা হামিদ ও তার লোকজনের হুমকি-ধামকিতে শেষ পর্যন্ত ভেস্তে যায় সালিস বৈঠক। নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়ে স্কুলছাত্রী। অবশেষে গতকাল বুধবার মামলা করতে যায় চুয়াডাঙ্গা সদর থানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর থেকে রাত পর্যন্ত ওই স্কুলছাত্রী ও তার পরিবারের লোকজন থানায়ই অবস্থান করছিলেন।