চুয়াডাঙ্গার কুতুবপুরে কীটনাশকমুক্ত সবজি চাষের উদ্বোধন

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কীটনাশকমুক্ত সবজি চাষের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল বেলা ২টার দিকে কুতুবপুর  ইউনিয়নের হাসানহাটি মাঠে কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কীটনাশকমুক্ত সবজি চাষের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, এসিল্যান্ড পুলক কুমার মণ্ডল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু মিয়া, বীরমুক্তি যোদ্ধা নাসির উদ্দিন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানা, হাজি মজিবর রহমান, লতিফ সরদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি লাল শাঁক বীজ বপন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।