চুয়াডাঙ্গার কুতুবপুরের শিশু শিহাব হত্যামামলা : গোয়েন্দা পুলিশের তৎপরতা বৃদ্ধি : তদন্তে গতি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুরের শিশু শিহাব অপহরণ-হত্যামামলার আসামিদের ধরতে জেলা গোয়েন্দা পুলিশি তৎপরতা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুজনকে ধরে গোয়েন্দা পুলিশ দফতরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র জানালেও গোয়েন্দা পুলিশ অবশ্য এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর দক্ষিণপাড়ার মালয়েশিয়া প্রবাসী তোয়াজ উদ্দীন লাল্টুর শিশুপুত্র শিহাবকে গত ২৮ অক্টোবর বিকেলে অপহরণ করা হয়। একদিন পর পার্শ্ববর্তী শিবপুর গ্রামের গলাকাটা মাঠ থেকে উদ্ধার করা হয় লাশ। শিহাবের মা বাদী হয়ে হত্যামামলা দায়ের করেন। সুলতান ও আব্দুল আলীমকে পুলিশ গ্রেফতার করে। মামলাটির তদন্তভার পড়ে জেলা গোয়েন্দা পুলিশের ওপর। দু আসামিকে রিমান্ডে নেয়া হয়। অপরদিকে আসামিদের লোকজন একের পর এক হুমকি দিয়ে মামলার বাদী শিশু শিহাবের মা বিলকিস খাতুনকে মামলা তুলে নিতে বলে। আসামিদের সাথে আপস না করলে অপর ছেলে জিহাদকেও হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়। গতকাল পত্রিকায় প্রকাশিত হয় প্রতিবেদন। গতকাল জেলা গোয়েন্দা পুলিশ একটু নড়েচড়ে বসে। বিকেলে কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে ফারুক ও কালামকে আটক করে। গ্রামসূত্র এ তথ্য জানালেও জেলা গোয়েন্দা পুলিশ অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, তদন্ত চলছে। শিগগিরই শিশু শিহাব হত্যার নেপথ্য সম্পর্কে জানাতে পারবো বলে আশা করছি।