চুয়াডাঙ্গার এতিমখানাপাড়ায় খেজুর গাছের মাথায় অগ্নিকাণ্ড : কৌতুহলী জনতার নানান অভিমত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৌর এলাকার এতিমখানাপাড়ায় একটি খেজুর গাছের মাথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ এলাকাবাসী আগুন দেখতে পায়।
জানা গেছে, চুয়াডাঙ্গার পৌর এতিমখানাপাড়ায় জজ নামক এক ব্যক্তির জমি রয়েছে। জমির এক পাশে রয়েছে একটি খেজুর গাছ। গাছটির আনুমানিক উচ্চতা ২৫ থেকে ৩০ ফিট। গাছের নিচে ছিলো একটি পাউয়ারট্রিলার, পাশেই রয়েছে একটি বসতঘর। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী খেজুর গাছের মাথায় হঠাত দাউ দাউ করে আগুন জ্বলছে দেখতে পায়। এ সময় কৌতুহলী জনতা খবর পেয়ে দেখার জন্য ভিড় করে। কারণ একটাই খেজুর গাছের মাথায় কিভাবে আগুন ধরলো। তটস্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার সময় পথ ভুল করে প্রথমে অন্য পথে যান। পরে অবশ্য ঘটস্থলেই পৌঁছান। সাথে হাজির হন মাথাভাঙ্গার রিপোর্টারও। ফায়ার সার্ভিসের কর্মীরা পথ ভুল করে দেরিতে পৌঁছুনোই স্থানীয়রা তাদের ওপর চড়াও হলেও পরে অবশ্য পরিস্থিতি ঠাণ্ডা হয়। কিন্তু সবার মুখে একই কথা গাছে কিভাবে আগুন লাগলো? এ বিষয়ে এলাকার এক নারী জানান আমি শুয়ে আছি হঠাত তাকিয়ে দেখি গাছের মাখায় আগুন জ্বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিন্নভাবে বলেন জিন-ভূতে আগুন লাগিয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খালিদ হোসাইন জানান, গাছে যেহেতু শুকনো পাতা ছিলো আর এটা নিচের দিকে ঝুলে ছিলো। কেউ হয়তো পাতার দিকে আগুন ছুড়ে মেরেছে। আর ওই সময় বাতাস হচ্ছিলো। সেই কারণে আগুন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে বৃহৎ আকার ধারণ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।