চুয়াডাঙ্গার ইসলামপড়া প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুযাডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে। গতকাল সোমবার এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোর্দ্দার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, সহকরী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বাদশা, সদর উপজেলরা শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসর উদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকলাছ উদ্দীন, অশরাফুল আলম সোনা, আব্দুল মতিন, নজির হোসেন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভ্যতার ক্রম বিকাশের পেছনে ক্রিয়াশীল রয়েছে শিক্ষা। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার মূলভিত্তি। এই বাস্তবতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমানের মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু করার ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভঅপতি সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নিজ উদ্যোগে এ বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে ৫শ শ্রেণি পর্যন্ত ৩১৬ জন শিক্ষার্থীকে মিডডে মিলের অয়োজন করেন। এ কর্মসূচির গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।