চুয়াডাঙ্গার আলুকদিয়ায় কুকুর মারতে গিয়ে বিপত্তি : নানার হাতুড়ির আঘাতে নাতি গুরুতর জখম

স্টাফ রিপোর্টার: কুকুর মারতে গিয়ে নানার হাতুড়ি লেগেছে শিশু রতনের মাথায়। গুরুতর জখম হওয়ায় তাকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। রতনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালসূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের খালপাড়ার সুজন আলীর ছেলে রতন আলী (৬) গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। বিকেলে সে চা খাওয়ার জন্য নানার কাছে বায়না ধরে। নানা ফেলটু আলীর সঙ্গে আলুকদিয়া বাজারে বেলা ৫টার দিকে ভ্যানযোগে যাচ্ছিলো তারা। আলকদিয়া মোড়ে পৌঁছুলে কয়েকটি কুকুরের জটলা দেখে পাশ থেকে রতনের চাচাতো নানা কাঠমিস্ত্রি ফারুক ব্যাগ থেকে হাতুড়ি বের করে কুকুরের দিকে ছুড়ে মারেন। এ সময় আছাড়ি থেকে হাতুড়ি খুলে লাগে শিশু রতনের মাথায়। সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রতনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।