চুয়াডাঙ্গার আলিয়ারপুরের গিয়াসের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামের আদম ব্যাপারি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে প্রায় ৩০ জনকে মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একই উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মোকলেচুর রহমান অভিযোগ করেন, ৩ বছর ধরে ৩ লাখ টাকা দিয়ে রেখেছি। এছাড়া একই গ্রামের, ইছা হক আলীর ছেলে আবদুর রশিদ বলেছেন আমার নিকট থেকে গত ২ বছর আগে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে প্রথম ধাপে ৪০ হাজার টাকা নেন গিয়াস। এছাড়া জুর আলীর ছেলে রুহুল আমিনের ৪০ হাজার, আজগর আলীর ছেলে কামরুলের ১০ হাজার, দশমীর আশরাফুল ইসলামের ছেলে নাজিম উদ্দিনের ৪ লাখ, মর্তুজাপুরের জামির মোল্লার ছেলে স্বপন আলীর ১০ হাজার ও একই গ্রামের মগরফ আলীর ছেলের ১৮ হাজার টাকা নেন গিয়াস উদ্দিন। এভাবে প্রায় ৩০-৪০ জনের নিকট থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন আলিয়ার পুরের আদম ব্যাপারি গিয়াস উদ্দিন। টাকা নিয়ে বিদেশে পাঠানোর জন্য আজকাল করে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছন বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন গিয়াসের বিরুদ্ধে।