চীনে সেতু ভেঙে ১১ জন নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: চীনেএকটি নির্মাণাধীন সেতু ভেঙে ১১ জন নিহত হয়েছে। গত শনিবার বিকেলেদক্ষিণাঞ্চলের গুয়াংডোং প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটিররাষ্ট্রীয় বার্তা সংস্থা। মাওমিং শহরের এক কর্মকর্তা জানিয়েছেন, সেতুটি অবৈধভাবে নির্মিত হচ্ছিল। শনিবার বিকালে হঠাৎ এটি ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।উদ্ধারকারীরা জানিয়েছেন, তারা ধ্বংসস্তূপ থেকে আরো ২৬ জনকে আহত অবস্থায় বের করেছেন। যাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক।জানা যায়, লিয়াং গ্রামের লোকজন শুকনো একটি খালের ওপর সেতু নির্মাণের দাবি জানালে স্থানীয় সরকার তার অনুমতি দেয়নি।পরেতারা নিজেরাই এর নির্মাণকাজ শুরু করে। কর্তৃপক্ষ বারবার এর কাজ বন্ধ রাখতেবললেও তারা এতে সায় দেয়নি। মে দিবসের কারণে তিনদিন সাময়িক বন্ধ রাখার পরশনিবার বিকালে পুনরায় কাজ শুরু করলে সেতুটি ধসে পরে। পুলিশ এ প্রকল্পেরজন্য দায়ী তিনজনকে আটক করে কারাগারে রেখেছে।