চীনে ভবন ধসে ৯ জনের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: চীনের পূর্বাঞ্চলীয় একটি জুতো কারখানা ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪০ জনের বেশি শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ঝিজিয়াং প্রদেশের ওয়েনলিং নগরীতে শনিবার বিকেলে ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৫১ জন শ্রমিক কাজ করছিলো। মোট ৪২ জনকে ওই কারখানা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ভবন ধসের কারণ জানতে তদন্ত হচ্ছে। চীনে প্রায়ই ভবন ধস ও  কারখানায় দুর্ঘটনা ঘটে। দেশটির বহু অবকাঠামো ও স্থাপনা পুরনো হয়েছে। এগুলোর সংস্কার করা হয়নি। যদিও দেশটি অর্থনীতিতে বেশ উন্নতি করেছে। চীনের শীর্ষস্থানীয় নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা মে মাসে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে  ৩৮ জনের মৃত্যুর ঘটনার জন্য ভবনের দুর্বল নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতাকে দায়ী করা হয়।