চীনে জাহাজডুবি : ক্রমশই ফিকে হচ্ছে আশা

 

মাথাভাঙ্গা মনিটর: চীনের ইয়াংজি নদীতে জাহাজডুবির ঘটনায় জীবিত ব্যক্তিদের উদ্ধারের আশা ক্রমশই ফিকে হয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে গত সোমবার রাতে ৪৫৬ জন আরোহী নিয়ে ‘দ্য ইস্টার্ন স্টার’ নামের ওই জাহাজটি উল্টে যায়। এখন পর্যন্ত ১৪ আরোহীকে জীবিত ও ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা জীবিতদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে কয়েক দশকের মধ্যে সম্ভবত এটিই চীনে সবচেয়ে বড় দুর্ঘটনা। গত মঙ্গলবার উদ্ধারকর্মীরা জাহাজের ভেতর থেকে চিত্কারের শব্দ পাওয়া গেলেও গতকাল বুধবার সকালে এরকম কোনো  শব্দ পাওয়া যায়নি।