চিকিৎসায় অবহেলা : ভারতীয় হাসপাতালকে প্রায় ৬ কোটি রুপি জরিমানা

মাথাভাঙ্গা মনিটর: ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার কোলকাতার এক হাসপাতাল ও সেটির তিন চিকিৎসককে এক রোগীর চিকিৎসায় অবহেলায় দায়ে পাঁচ কোটি ৯৬ লাখ রুপি (প্রায় সাত কোটি ৫৩ লাখ টাকা) জরিমানা করেছেন। কোলকাতার বেসরকারি আমরি বা এএমআরআই হাসপাতালকে এ সাজা দেয়া হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় চিকিৎসক দম্পতি কুনাল সাহা ও অনুরাধা সাহা ১৯৯৮ সালে ছুটি কাটাতে কোলকাতায় গিয়েছিলেন। এ সময় অনুরাধা সাহা টক্সিক এপিডারমাল নেক্রোসিস নামের এক বিরল রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন কোলকাতার আমরি হাসপাতালে। ওই হাসপাতালের তিন চিকিৎসক সে সময় অনুরাধার চিকিৎসা করেন। আশানুরূপ সাড়া না মিললে কুনাল সাহা তাঁর স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ে যান। কিন্তু সেখানে অনুরাধা মারা যান। এরপর কুনাল সাহা ভুল চিকিৎসা ও গাফিলতির অভিযোগ তুলে মামলা করেন। সে মামলা শেষ পর্যন্ত গড়ায় ভারতের সুপ্রিম কোর্টে।