চার আইএস নেতাকে ধরতে দু কোটি ডলার পুরস্কার ঘোষণা

মাথাভাঙ্গা মনিটর: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চার শীর্ষ নেতার বিষয়ে তথ্য দিতে পারলে মোট দু কোটি ডলার পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। আইএস -এর ওই চার নেতা হলেন, আব্দুল আল-রহমান মুস্তাফা আল-কাদুলি, আবু মোহাম্মদ আল-আদানি, তারখান তায়ুমুরাজোভিচ বাতিরাশভিলি এবং তারিখ বিন-আল-তাহার আল ফালিহ আল-আওনি আল-হারজি। এদের যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ড ফর জাস্টিস প্রকল্পে ঘোষিত সন্দেহভাজনদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বুধবার জানিয়েছে একটি সংবাদমাধ্যম। কাদুলিকে আইএস’র জ্যেষ্ঠ নেতা হিসেবে বর্ণনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বিষয়ে তথ্য দেয়ার জন্য ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কাদুলি এর আগে আল কায়েদার ইরাক শাখায় যোগ দিয়েছিলেন। আদানি ও বাতিরাশভিলি, প্রত্যেকের জন্য ৫০ লাখ এবং হারজির জন্য ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আদানিকে আইএস -এর দাপ্তরিক মুখপাত্র, বাতিরাশভিলিকে উত্তর সিরিয়ার যুদ্ধক্ষেত্রের কমান্ডার এবং হারজিকে আইএস’র আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রধান হিসেবে বর্ণনা করা হয়েছে। আইএস’র শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির বিষয়ে তথ্যের জন্য আগে থেকেই এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।