চাঁদাবাজির অভিযোগ : সাভারে পুলিশ ফাঁড়ি ঘেরাও

স্টাফ রিপোর্টার: পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ফাঁড়ি ঘেরাও করে রেখেছে সাভারের আমিনবাজার এলাকার ব্যবসায়ীরা। একই অভিযোগে তারা সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভে অংশ নেয়া ব্যবসায়ীরা বলছেন, আমিনবাজার ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে মাছ, মাংস ও শাকসবজি নিয়ে যান। গতকাল সোমবার সকালে এএসআই লুত্ফর রহমান কামাল হোসেন নামের একজন ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার টাকার মাছ জোর করে নিয়ে যেতে চান। প্রতিবাদ করলে লুত্ফর ওই ব্যবসায়ীকে মারধর শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন ও অন্যান্য ব্যবসায়ী ওই সড়ক অবরোধ করে রাখেন। পরে ঘটনাস্থলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা ও থানার ওসি মোস্তফা কামাল উপস্থিত হয়ে অভিযোগ ওঠা পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তারা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এখন ফাঁড়িটি এলাকা থেকে প্রত্যাহারের দাবি তুলেছেন।