চাঁদাবাজির অভিযোগে হাতি আটক!

স্টাফ রিপোর্টার: হাতির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে রাজশাহী বন বিভাগ গতকালশনিবার সকালে হাতিটিকেই আটক করেছে। হাতির মাহুতকেও আটক করা হয়।হাতিরমাধ্যমে নওগাঁর মহাদেবপুর বাজার এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করাহচ্ছিলো বলে বন বিভাগে অভিযোগ করেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণীব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সকালে হাতিটিকে আটক করে। দুপুরেইআটক হাতিটিকে ট্রাকে করে রাজশাহীতে বনবিভাগের বিভাগীয় কার্যালয়ে নিয়েযাওয়া হয়।আটক মাহুতের নাম নূর ইসলাম। তাঁর বাড়ি বগুড়ারমহাস্থানগড় পূর্বপাড়ায়। তার দাবি, হাতির প্রকৃত মালিক মৌলভীবাজারেরকুলাউড়া উপজেলার মো. আতিকুর রহমান। তার কাছ থেকে বগুড়ার কাহালু উপজেলারমামুনুর রশিদ সার্কাস প্রদর্শনের নামে হাতিটি ভাড়ায় এনে এলাকায় চাঁদাতোলার কাজ করেছিলেন।রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউলকরিম জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২’র ধারা ৩৬(২)অনুযায়ী হাতি ক্রয়, বিক্রয়, পরিবহন, স্থানান্তর ইত্যাদি সংক্রান্তবিষয়ে পারমিট গ্রহণের বাধ্যবাধকতা আছে। তবে হাতিটির মালিক বা মাহুত কোনোপারমিট দেখাতে পারেননি। তিনি হাতিটি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করারসুপারিশ পাঠাবেন বলে জানালেন।