চাঁদাবাজদের চাঁদা দেবেন না : নিরাপত্তার দায়িত্ব আমার

দামুড়হুদায় ইটভাটা মালিকদের সাথে মতবিনিময়কালে ওসি কামরুজ্জামান

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইটভাটা মালিকদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসির রুমে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির হাজি বজলুর রহমান, আব্দুল মান্নান নান্নু, আব্দুল মোতালেব, হাবিবুর রহমান লাভলু, হাজি মো. আব্দুল হালিম মুন্সি, ইকবাল মাহমুদ টিটুসহ দামুড়হুদা উপজেলার সকল ইটভাটা মালিকগণ। মতবিনিময়কারে ওসি কামরুজ্জামান ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা চাঁদাবাজদের চাঁদা দেবেন না। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের নিরাপত্তা দেবো। তিনি আরো বলেন, বর্তমানে এলাকায় যারা মোবাইলফোনে চাঁদাবাজি করছে তারা ক্ষমতাধর কেউ না। আপনারা ভয় পাবেন না। আপনাদের সহযোগিতা পেলে এলাকা থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।