চাঁদপুর শাহরাস্তি থানার এএসআইকে গণধোলাই

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের শাহরাস্তি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেনকে গণধোলাই দিয়ে পার্শ্ববর্তী হাজীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে জনতা। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা এলজিইডি কার্যালয়ের কার্যসহকারী মো. মজিবুর রহমানকে বিনা কারণে আটক ও মারধর করেন এএসআই দেলোয়ার হোসেন। একপর্যায়ে উত্তেজিত জনতা দেলোয়ারকে গণধোলাই দেন। গতকাল রাতেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

ঘটনার শিকার মজিবুর জানান, উপজেলার হাড়িয়াইন আড়ং বাজারে একটি সেতুর ঢালাই কাজ শেষ করে মোটরসাইকেলযোগে করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ বাজারে যান। বাজার সেতুর পশ্চিম পাশে শাদাপোশাকে থাকা দেলোয়ার হোসেন মোটরসাইকেল থামিয়ে তাকে হাতকড়া পরান। এরপর ‘তুই সন্ত্রাসী করিম, তোর জন্য আমার চাকরি যাচ্ছে, তোকে আমি খুঁজছি, আজ তোকে দেখে নেব’ বলতে বলতে বেধড়ক মারধর করে তাকে বাজারের বিসমিল্লাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে নিয়ে যান। তাকে এভাবে মারধরের খবর পেয়ে উপস্থিত জনতা দেলোয়ারকে মারধর করে। একপর্যায়ে দেলোয়ার আত্মরক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারের বাথরুমে আশ্রয় নেন। পরে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী এএসআই দেলোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে যান।