গড়াইটুপির মেলার মাঠে বোমা আতঙ্কে ছোটাছুটি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গড়াইটুপি মেলায় গতরাতে বোমা আতঙ্কে হুলস্থূল অবস্থা শুরু হয়। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মেলার মাঠের পুতুল নাচ প্রান্তের পাটক্ষেতে বিকট শব্দে বিস্ফোরণের পর বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় ছোটা ছুটি। দুজনকে সন্দেহজনকভাবে ধরা হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহের গাড়াইটুপি মেলার মাঠের এক প্রান্তে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। কে বা কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে তা অবশ্য নিশ্চিত করে জানা যায়নি। বিস্ফোরণের বিকট শব্দে মেলায় চরমভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় ছোটাছুটি। আয়োজকদের তরফে সকলকে শান্ত করার চেষ্টা চলে। দুজনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ মেলার মাঠের এক প্রান্তের পাটক্ষেতে ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করলেও কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।