গ্রীষ্মকালীন ছুটিতে চুয়াডাঙ্গার সরকারি ও বেসরকারি উচ্চ বিদ্যালয়গুলো

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দুটি সরকারি উচ্চ বিদ্যালয় ও বেসরকারি উচ্চ বিদ্যালয়গুলো আজ থেকে গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে। আগামী ১৩ মে পর্যন্ত বিদ্যালয়গুলো ছুটি থাকবে। আজ সোমবার মহান মে দিবসের ছুটি এবং আগামী ১১ মে বৃহস্পতিবার শবেবরাতের ছুটি রয়েছে। আগামী ১৪ মে রোববার বিদ্যালয়গুলো আবারও খুলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রোববার ক্লাশ হয়ে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বেসরকারি উচ্চ বিদ্যালয়গুলোতে গ্রীষ্মকালীন ছুটি হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির পর স্কুলগুলো খোলার দু দিন পর আবার শুরু হবে পবিত্র রমজানের ছুটি। তারপর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) স্বপন কুমার মালাকার ভি.জে স্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয়ের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।