গুলি করে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের রাউজানে কাপ্তাই সড়কের পাহাড়তলী এলাকায় গতকাল বুধবার গণপিটুনিতে সুমন ও মোজাম্মেল নামে দুজন নিহত হয়েছেন। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাউজানের বাগুয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল খালেককে লক্ষ্য করে ছড়রা গুলি চালায় দু সন্ত্রাসী। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইউপি সদস্যকে গুলি চালানোর খবর পেয়ে স্থানীয়রা জড়ো হয়ে অবরোধ সৃষ্টি করে। তারা ওই দুজনকে ধাওয়া দেন। একপর্যায়ে স্থানীয় জনতা ওই দুজনকে কাপ্তাই সড়কের পাহাড়তলী এলাকায় ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আকতার বলেন, সন্ত্রাসীরা এক ইউপি সদস্যকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার কবলে পড়েন। গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়। পুলিশ ওই ঘটনার কারণ জানার চেষ্টা করছে বলে তিনি জানান।