গুপ্তচরবৃত্তির অভিযোগে রেড ইটভাটার হেডমিস্ত্রিসহ আটক ২

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজিসহ সন্ত্রাসীদের অব্যহত হুমকি-ধামকিতে ইটভাটা মালিকদের রাতের ঘুম যখন অনেকটাই হারাম হওয়ার উপক্রম ঠিক সেই সময় ইটভাটায় চাঁদাবাজি বন্ধে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর ইটভাটা মালিকদের সাথে বৈঠক করেছেন। তিনি গত সোমবার সন্ধ্যায় দর্শনাস্থ নিজ বাসভবনে ইটভাটা মালিকদের সাথে জরুরি বৈঠকে মিলিত হন এবং ইটভাটায় চাঁদাবাজি বন্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করেন। বৈঠকের পর নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন। তারই আলোকে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে ওসি (তদন্ত) আব্দুল খালেক, এসআই আমজাদ হোসেন, এএসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতেই সাড়াশি অভিযান চালিয়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের গুপ্তচর হিসেবে সারোয়ার খাঁন (৪৫) ও পালু (২৫) নামের দুজনকে আটক করেন। সরোয়ার খাঁন দামুড়হুদার মোক্তারপুরস্থ রেড ইটভাটার হেডমিস্ত্রি (প্রধান পোড়াইমিস্ত্রি) এবং পালু খাঁন উপজেলার চারুলিয়া গ্রামের বছির খাঁর ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটক সরোয়ার দামুড়হুদার মোক্তারপুরস্থ রেড ইটভাটার হেডমিস্ত্রি। সে দির্ঘদিন ধরে চাঁদাবাজ সন্ত্রাসীদের পক্ষে গুপ্তচর হিসেবে কাজ করে আসছিলো। সে ভাটা মালিকদের মোবাইল নম্বর সংগ্রহ করে চাঁদাবাজদের দেয়াসহ কৌশলে ভাটা মালিকদের চাঁদা দিতে উদ্বুদ্ধ করতো। এমনকি সে যে ভাটায় কাজ করে সেই ভাটা মালিককেও চাঁদার টাকা দিতে বাধ্য করেছে। এরপর সে তার শ্যালক খলিসাগাড়ি বর্ষা ইটভাটার পোড়াইমিস্ত্রি মতিয়ারকেও মোবাইলফোনে বলেছে, আমার মালিক চাঁদার টাকা দিয়ে দিয়েছে। তোদের মালিককেও চাঁদা দিয়ে দিতে বলো। নইলে তোদের মেরে ফেলবে। মোবাইলফোন ট্রাকিঙের মাধ্যমে সার্বিক বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে আটক করা হয়েছে। আর পালু ভারতে অবস্থানরত সন্ত্রাসী জাম ও কাশেম বাহিনীর এজেন্ট হিসেবে কাজ করতো। সে চাঁদার টাকা ভারতীয় সীমান্তে পৌছে দিতো। এতোদিন সরষের মধ্যে ভূত থাকায় ইটভাটায় চাঁদাবাজি বন্ধ হচ্ছিলো না। তিনি আরও বলেছেন, বর্তমানে ইটভাটায় যতো চাঁদাবাজি হচ্ছে নেপথ্যে এদের হাত আছে। আটক দুজনকেই গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।