গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মারধরের ঘটনায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উদ্যোগে প্রতিবাদসভা

সরোজগঞ্জ প্রতিনিধি: গত ১৪ নভেম্বর জেএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গিরীশনগর মাধ্যমিক বিদ্যায়ের ছাত্র-ছাত্রীদের তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও তিতুদহ গ্রামের দক্ষিণপাড়ার উশৃঙ্খল ছেলেরা মারধর করে। সেই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সরোজগঞ্জ উচ্চ বিদ্যায়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আকবর আলির সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদ, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, মহাম্মদজমা ডিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম শান্তি, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন প্রমুখ। বক্তরা বলেন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও তিতুদহ দক্ষিণপাড়ার উশৃঙ্খল ছেলেদের হামলা দুঃখজনক এ ঘটনার তিব্র নিন্দা জানায় ও আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে প্রশাসনসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানান।