গাইদঘাট থেকে এনজিও কর্মীকে কুপিয়ে ছিনিয়ে নেয়া মোটরসাইকেল নেহালপুর থেকে উদ্ধার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের গলাকাটা ব্রিজের কাছ থেকে এনজিওকর্মীর কাছ থেকে ছিনিয়ে নেয়া মোটরসাইকেল হিজলগাড়ি ক্যাম্প পুলিশ হিজলগাড়ি-নেহালপুর সড়কের নেহালপুর দক্ষিণপাড়া কানাপুকুরের কাছে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

গতপরশু চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট মাখালডাঙ্গা গলাকাটা বিজ্রের নিকটে বিজ এনজিও ম্যানেজারের ব্যবহৃত মোটরসাইকেলের গতিরোধ করে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনিয়ে নেয় একটি মোটরসাইকেল। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শফিকুর রহমান শফিক পরিত্যক্ত অবস্থায় হিজলগাড়ি-নেহালপুর সড়কের দক্ষিণপাড়া কানাপুকুরের কাছে রাস্তার পাশ থেকে উদ্ধার করেন ম্যানেজারের ব্যবহৃত মোটরসাইকেলটি। পুলিশ জানায় উদ্ধারকৃত মোটরসাইকেলটি ওইদিন ছিনতাই হওয়া মোটরসাইকেল। উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে হিজলগাড়ি ক্যাম্পে রাখা আছে।