গাংনী সরকারি ডিগ্রি কলেজের আনন্দ অনুষ্ঠানে মকবুল হোসেনএমপি

 

এলাকার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ভমিকা রাখবে গাংনী ডিগ্রি কলেজ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজ জাতীয়করণ করায় এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গতকাল সোমবার গাংনী সরকারি ডিগ্রি কলেজ আয়োজিত আনন্দৱ্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন। গাংনী উপজেলায় কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় জাতীয়করণের দাবি ছিলো দীর্ঘদিনের। সে আশা পূরণ করেছেন শেখ হাসিনা। এর মধ্যদিয়ে এলাকার মানুষের আশা আশঙ্কা পূরণ হয়েছে। সরকারি ডিগ্রি কলেজের যাত্রা এ উপজেলার শিক্ষা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের সকল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বেলা সাড়ে এগারটার দিকে কলেজ পরিচালনা পর্যদের সভাপতি এমপি মকবুল হোসেনের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে একটি আনন্দৱ্যালি শুরু হয়। ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থানে পৌঁছে শেষ হয়। ৱ্যালিতে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলামসহ শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত ২৩ মে গাংনী ডিগ্রি কলেজ জাতীয়করণের পত্র পায়। তারপর থেকেই শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকসহ গাংনীতে বইছে আনন্দের বন্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জাতীয়করণ করায় এক লিখিত বিবৃত্তিতে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যক্ষ মনিরুল ইসলাম।