গাংনী ফায়ার সার্ভিস স্টেশনের স্থান পরিদর্শন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী পৌর মেয়রসহ মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি প্রতিনিধি দল ফতাইপুর এলাকায় তিনটি স্থান পরিদর্শন করেন।

গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক কোবাদ আলী, ওয়্যার হাউজ ইন্সপেক্টর সেলিম রেজা, গাংনী পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীনসহ কাউন্সিলরবৃন্দ পৌরসভাধীন ফতাইপুর গ্রামের ৩টি স্থান পরিদর্শন করেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশের ওই ৩টি স্থান ফায়ার সার্ভিস স্টেশন নির্মানের উপযোগী বলে মত দেন ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শন দলের প্রধান কোবাদ আলী।

এ প্রসঙ্গে কোবাদ আলী বলেন, গাংনী শহরের উপকন্ঠে পৌর এলাকার মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে আগ্রহী কর্তৃপক্ষ। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ সম্মতি দিয়েছে। এখন স্থানীয় মানুষ যদি অধিগ্রহণে জমি দিয়ে সহযোগিতা করে তাহলে স্থাপন সম্ভব হবে। পরিদর্শনকৃত ৩টি স্থানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

জমি প্রদানের বিষয়ে ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাস দিলেন গাংনী পৌর মেয়র। জনস্বার্থে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

মেহেরপুর জেলা শহরে জেলার একমাত্র ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। এর পক্ষে সারা জেলায় অগ্নিনির্বাপনে সব সময় দ্রুত সেবা দেয়া সম্ভব হয়না। ফলে গাংনী উপজেলা এলাকা আগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে রয়েছে। সারাদেশে উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম বেশ কয়েক বছর আগে থেকে শুরু হলেও শুধুমাত্র জমি প্রদান সংক্রান্ত জটিলতায় এ উপজেলায় স্টেশন নির্মাণ কার্যক্রম আটকে রয়েছে।