গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী পেলেন সম্মাননা

 

গাংনী প্রতিনিধি: সম্মাননা পেলেন মেহেরপুর গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। ঢাকাস্থ ‘ধারা’ সামাজিক সাংস্কৃতিক নামের একটি সংগঠনের পক্ষ থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাকে সম্মননা ক্রেস্ট প্রদান করেন সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জেল হোসেন। সংগঠনটির ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভুমিকা’ শীর্ষক আলোচনাসভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে গাংনীসহ দেশের ৩টি পৌরসভার মেয়র ও কয়েকজন ইউপি চেয়ারম্যানকে এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি শাহ আলম চুন্নুর সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি মকবুল হোসেন, বারডেম হাসপাতালের প্রধান কনসালটেন্ট ভাষা সৈনিক মীর্জা মাজহারুল ইসলাম, ব্যারিস্টার বেলাল হুসাইন জয়, মানবাধিকার ব্যুরোর মহাসচিব ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড. শাজাহান ও কবি রেজাউদ্দিন ষ্টালিন। অনুষ্ঠানে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী তার প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেছেন এ সম্মাননা আমার একার নয়। এ সম্মাননা গাংনী পৌরবাসির।