গাংনী উপজেলা নির্বাহী অফিসারের হস্তাক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মুন্দা গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রোজিনা খাতুনের বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। গতাকাল মঙ্গলবার সকালে বিয়ে অনুষ্ঠানে বন্ধ করে দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। রোজিনা বামন্দী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

জানা গেছে, বামন্দী ইউনিয়নের মুন্দা গ্রামের একরামুল হকের মেয়ে বামন্দী আর্দশ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রোজিনা খাতুনের সাথে ভোমরদহ গ্রামের আমজাদ হোসেনের ছেলের বিয়ের দিন ধার্য হয় গতকাল মঙ্গলবার। এ খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ওই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গতকাল সকালে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান। এ সময় তিনি বিয়ে বন্ধ করে রোজিনাকে পৌছে দেন তার বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে বাল্যবিয়ের কুফল ও এর দণ্ডের বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার।