গাংনী উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার : সভাপতির বাড়িতে তল্লাশি

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে ধানখোলা গ্রামের নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। অপরদিকে গতকাল রোববার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। এসআই আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল আখেরুজ্জামানের গাড়াডোব গ্রামের বাড়িতে তল্লাশি চালায়। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তার নামে কোনো মামলা কিংবা অভিযোগ না থাকলেও রাজনৈতিকভাবে হয়রানি ও উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য এ অভিযান চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিভিন্ন এলাকায় নেতাকর্মীদৈর গ্রেফতার ও অভিযান চালিয়ে হয়রানির কারণে অনেকেই এখন বাড়িছাড়া। অপরদিকে পুলিশের দাবি নির্দিষ্ট অভিযোগের বিষয়ে অভিযান চলছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, হরতাল-অবরোধের সময় বাঁশবাড়িয়া এলাকায় সরকারি গাছ কর্তন ও গাংনীতে সরকারি অফিসে হামলা এবং ককটেল বিস্ফোরণের মামলায় মুস্তাককে আদালতে প্রেরণ করা হয়েছে।