গাংনীর হাজি ভরস উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

 

গাংনী প্রতিনিধি: ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানসহ তথ্য প্রযুক্তির আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মেহেরপুর গাংনী উপজেলার মহাম্মদপুর হাজি ভরস উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন। এ কার্যক্রমের জন্য অর্থায়ন করেছেন প্রয়াত নুরুল হকের ছেলে ও মহিলা এমপির ভাই ডা. নাজমুল হক সাগর। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ মিন্টু মিয়া।

প্রধান অতিথি সেলিনা আখতার বানু বক্তৃতায় বলেন, আজকালকের ছেলেমেয়েরা অনেক আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে লেখাপড়া করছে। কিন্তু এক সময় সামান্য একটা কলমও ছিলো না। বিভিন্ন উপকরণ থেকে পরিবার থেকে তৈরি করা কালি ও কলম ছিলো একমাত্র ভরসা। যুগের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে শিক্ষা ব্যবস্থায়। বর্তমান সরকার যুগপযোগী শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছে। তাই আজকের ছাত্রছাত্রীদের কাছে জাতির প্রত্যাশা অনেক। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক সময় সারা দেশের মুখ উজ্জ্বল করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও প্রাদেশিক পরিষদ সদস্য নুরুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।