গাংনীর বামন্দী বাজারের বাস উল্টে আহত ৮

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজারের দুপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত আট জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে বামন্দী আখ সেন্টার সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে যাত্রীবাহী একটি লোকাল বাস মেহেরপুরের দিকে যাচ্ছিলো। বামন্দী আখ সেন্টারে কাছে পৌঁছায় বাসটি। এ সময় বামন্দী গো-হাটের পকেট সড়ক দিয়ে দুইজন আরোহীসহ একটি মোটরসাইকেল প্রধান সড়কে প্রবেশের চেষ্টা করে। বাসটির দিকে খেয়াল না করে মোটরসাইকেল চালানোর কারণে বাসের সাথে ধাক্কা খাওয়ার উপক্রম হয়। দুর্ঘটনা এড়াতে বাস চালক দ্রুত ব্রেক করেন। এতে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের বের করতে সক্ষম হন। এদের মধ্যে কাজিপুর গ্রামের মিনহাজ, বামন্দীর আকুববর হোসেন, নিশিপুরের রইচ উদ্দীন, বেতবাড়ীয়ার আকছেদ আলী ও রমজান আলী, মেহেরপুর জেলা সদরের হরিরামপুরের হবিবুরসহ কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে কেউ গুরুতর আহত হননি।