গাংনীর বামন্দীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন দোকানির জরিমানা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজারের তিন দোকানির কাছ থেকে নয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ পণ্য ও পলিথিন বিক্রির অপরাধে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, অভিযানে বামন্দী বাজারের সিরাজ ট্রেডার্স থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ১৫১ ধারায় ওই দোকানিকে দোষী সাব্যস্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে আরো দু দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।