গাংনীর বামন্দীতে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

গাংনী প্রতিনিধি: সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজারের দু ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) ২০০৫ অনুযায়ী তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন প্রচার ও প্রদর্শন দণ্ডনীয় অপরাধ। এ আইন লঙ্ঘন করায় বামন্দী বাজারের মুদিব্যবসায়ী মজনুর রহমান ও রবিউল ইসলামের কাছ থেকে ৫শ’ টাকা করে জরিমানা আদায় করা হয়। একই ভ্রাম্যমাণ আদালত আকুবপুর বাজারের ব্যবসায়ী মেহেদি হাসান বিশ্বাস ও আলমগীর বিশ্বাসের কাছ থেকে দুশ’ টাকা জরিমানা আদায় করেন। ট্রেড লাইসেন্স না থাকায় এ অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়।