গাংনীর বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদ সভাপতির বিরুদ্ধে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

 

গাংনী প্রতিনিধি: অফিস সহকারী নিয়োগে দুর্নীতির অভিযোগে মেহেরপুর গাংনীর বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদ সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে মামলা দায়ের করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাওট গ্রামের আসাদের মুদি দোকানের সভাপতি নিয়ামত আলী প্রকাশ্যে মামলার বাদী মামুনুর রশিদকে প্রাণনাশের হুমকি দেন। এ অভিযোগে গতকালই থানায় অভিযোগ দায়ের করেছেন মামুন।

অভিযোগে জানা গেছে, বাওট সোলাইনমানী মাধ্যমিক বিদ্যালয়ে পোষ্য কৌটায় নিয়োগ বঞ্চিত মামুনুর রশিদ মেহেরপুর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। লিখিত প্রতিশ্রুতি দিয়েও চাকরি দিচ্ছেন না পরিচালনা পর্যদ সভাপতি নিয়ামত আলী। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অন্য এক ব্যক্তিকে চাকরি দেয়ার ষড়যন্ত্রের ঘটনায় তিনি মামলাটি দায়ের করেন। ওই মামলার সমন পেয়ে বাদীর ওপর ক্ষিপ্ত হন নিয়ামত আলী।

ভুক্তভোগী মামুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার বেলা এগারটার দিকে গ্রামের আসাদের মুদি দোকানের সামনে বিএসসি রফিকুল ইসলামের সাথে আলাপ করছিলাম। এক পর্যায়ে নিয়ামত আলী গিয়ে আমাকে গালিগালাজ শুরু করেন। প্রকাশ্যে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। মারধর করতে উদ্যত হয়। নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। তবে এ বিষয়ে নিয়ামত আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাদীর অভিযোগের বিষয়টি তদন্ত করে হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।