গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের চাল বিতরণ

 

গাংনী প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই ব্রত নিয়ে পবিত্র শবেবরাত উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে চাল বিতরণ করেছে মেহেরপুর গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশন। গতকাল রোববার সকালে নিজ কার্যালয়ে ফাউন্ডেশনের সহসভাপতি শাহানা ইসলাম প্রধান অতিথি হিসেবে ২ হাজার ২শ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের বক্তারা বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে চলতি বছরে যাত্রা শুরু করে খাদিজা-আশরাফ ফাউন্ডেশন। এলাকায় জরিপ চালিয়ে ২ হাজার ২শ জনের তালিকা প্রস্তুত করে কার্ড বিতরণ করেন ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম। কার্ডধারীগণ আজীবনের জন্য বছরে ৪বার চাল, নগদ টাকা ও পরিধানের বস্ত্র পাবেন। এরই অংশ হিসেবে চাল বিতরণ করা হচ্ছে বলে জানালেন ফাউন্ডেশনের সহসভাপতি শাহানা ইসলাম। তিনি আরো জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও অসহায় রোগীদের বহনের জন্য একটি অ্যাম্বুলেন্স ক্রয় করা হবে। এতে রোগীরা বিনা খরচে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য গমন করতে পারবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও গাংনী উপজেলা যুবলীগের সহসভাপতি।