গাংনীর কসবায় আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠানে এমএ খালেক

 

সন্ত্রাস কবলিত এ অঞ্চলে এখন শান্তির সুবাতাস বইছে

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার এক সময়ের সন্ত্রাস কবলিত কষবা-ভাটপাড়া অঞ্চলে এখন শান্তির সুবাতাস বইছে বলে মন্তব্য করলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গতকাল শনিবার বিকেলে কষবা গ্রামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, কষবা ভাটপাড়াসহ গাংনী উপজেলার চুয়ডাঙ্গা জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে এক সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্বে অসংখ্য মানুষ এলাকা ছেড়েছিলেন। রাতে বোমা-গুলির শব্দের আতঙ্কে মানুষ ঘুমাতে গেলেও সকালে স্বজন হারা মানুষের আহাজারিতে ঘুম ভাঙ্গতো। বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এ অঞ্চলসহ গোটা এলাকায় এখন শান্তির সুবাতাস বইছে। জানমালের নিরাপত্তা পেয়েছেন এলাকাবাসী। উন্নয়নেও এলাকার বিরাট পরিবর্তন হয়েছে। এক সময়ের আওয়ামী লীগের দুর্গে কিছুটা পরিবর্তন হলেও ঘরের ছেলেরা ঘরে ফেরায় আবারো দুর্গে পরিণত হবে এ অঞ্চলটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন বলেন, সন্ত্রাসমুক্ত হওয়ায় এলাকার মানুষ এখন শান্তিতে ঘুমায়। সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া লাগায় গ্রামের মানুষও আজ আধুনিক সুযোগ-সুবিধা পাচ্ছেন। উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে তিনি বর্তমান সরকারকে সহযোগিতা করতে নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য শুকুর মীরসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। কষবা এলাকায় আওয়ামী লীগের ঘাটি তৈরীর প্রতিশ্রুতি ব্যক্ত করেন শুকুর মীরসহ যোগদানকারী নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা ইউপি আওয়ামী লীগের সভাপতি আলী আজগর। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,  গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার। আরো উপস্থিত ছিলেন গাংনী পৌরসভা ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জহুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রিন্টু, ধানখোলা ইউপি ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, সম্পাদক ওয়াজ্জেল হোসেনসহ নেতৃবৃন্দ।