গাংনীতে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা দায়ের

গাংনী প্রতিনিধি: নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করেছে মেয়েটির পরিবার। অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মেহেরপুর গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে। গতকাল মঙ্গলবার গাংনী থানা পুলিশের একটি দল অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে। অভিযোগে জানা গেছে, প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে গত রোববার অপহরণ করে হোগলবাড়িয়া গ্রামের নবিছউদ্দীনের ছেলে নয়ন হোসেন। বিষয়টি টের পেয়ে ছাত্রীর পিতা গাংনী থানায় অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক দেনদরবার শুরু হয়। বিষয়টি মিমাংসা না হওয়ায় মামলায় গড়ায়। ওই ছাত্রী জানায়, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে রাজমিস্ত্রি নয়নের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রলোভনে নয়ন তাকে কৌশলে নিয়ে যায়। কিন্তু তার পরিবার বিয়েতে মত দেয়নি। এতে বেকে বসে নয়ন। দু’দিন পর পুলিশ ছাত্রীকে উদ্ধার করলেও নয়ন আটক হয়নি। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার বলেন, অপহৃতের পরিবারের দায়ের করা মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। ছাত্রীকে আদালতে সোপর্দ ও নয়নকে আটকের প্রক্রিয়া চলছে।
ডা. রাশেদ আল মামুনের মাতার ইন্তেকাল
ঝিনাইদহ প্রতিনিধি: স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন ও বিদ্যুত শ্রমিকলীগ নেতা নাসির উদ্দিনের মাতা উলফাতুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহে…রাজেউন)। গত সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে আল মামুন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৭ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ যোহর নিজ বাড়ি সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ নেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।