গাংনীতে শ্রী শ্রী কালী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মকবুল

 

উপাসানালয় সামাজিক বন্ধন দৃঢ় করে

গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, উপাসানালয়ে একত্রিত হয়ে শুধু সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করা হয় না এতে সামাজিক বন্ধনও দৃঢ় হয়। ধর্মীয় উৎসবের মধ্যদিয়ে একে অপরের মাঝে যে সম্প্রীতির রেখা তৈরি হয় তার ওপরেই টিকে রয়েছে আমাদের সামাজিক সুসম্পর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান উল্লেখ করে তিনি বলেন- ‘ধর্ম যার যার, উৎসব সবার’। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের সুদৃষ্টি রয়েছে। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলার পাকুড়িয়ায় ছেউটিয়া নদীপাড়ের শশ্মানঘাট এলাকায় শ্রী শ্রী কালী মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক শচিন্দ্র নাথ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলিপ কুমার সেন। বক্তব্য রাখেন দুলাল হালদার, ধানখোলা ইউপি যুবলীগের সভাপতি কিশমত আলী, কচুইখালী গ্রাম আ.লীগের সভাপতি খোকন মিয়া ও অপু চন্দ্র মণ্ডল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যপক সালাউদ্দীন আহম্মেদ।