গাংনীতে শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সেভ দ্য চিলড্রেনের মতবিনিময়

গাংনী প্রতিনিধি: একজন শিশুর জীবনে শিক্ষার মূলভিত্তি রচিত হয় প্রাথমিক স্তর থেকেই। শিশুকে বিদ্যালয়মুখি করতে যেমন দরকার পূর্ব প্রস্তুতি তেমনি প্রয়োজন আনন্দের মধ্যদিয়ে পাঠদানের ব্যবস্থা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রাক-প্রাথমিক শিশু শিক্ষা ব্যবস্থা। শিশুকে বিদ্যালয় গমনের উপযোগী হিসেবে তৈরি করতে প্রাক-প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর গাংনীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক তথ্য ও মতবিনিময়কালে বক্তারা উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেন মেহেরপুর সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন, সেভ দ্য চিলড্রেন ডেপুটি ম্যানেজার মনির হোসেন, ইমরান চৌধুরী, গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী শামীম রেজা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেভ দ্য চিলড্রেন সিনিয়র প্রজেক্ট অফিসার লিজা আক্তার।