গাংনীতে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার আযান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিটি শ্রেণির প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আযান তরুণ উদয় সংঘ সিসিজি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন আযান প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য জাফর আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাশার, আযান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিজ উদ্দীন, পিএসকেএস প্রকল্প পরিচালক সুনিল কুমার রায়, ইউসি ফারহানা ইয়ামিন ও এফএফ শবনম মুস্তারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিজি সদস্য সচিব খাইরুল ইসলাম গোলাপ।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, মেধাবীরা পুরস্কার পেয়ে লেখাপাড়ায় আরো উৎসাহী হবে। অন্যরাও মেধাবীদের দিকে ধাবিত হবে। লেখাপাড়ার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো বেশি খেয়াল দেয়ার অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।