গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় আবারো শুরু হয়েছে মুক্তযোদ্ধা যাচাই-বাছাই। গতকাল বুধবার বামন্দী ও কাজিপুর ইউনিয়নের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা হওয়ার জন্য অনলাইনে আবেদনকৃত কাজিপুর ইউপির ৬২ ও বামন্দী ইউপির ৩০ জনের সাক্ষাতকার গ্রহণ করেন যাচাই-বাছাই কমিটি। অনুষ্ঠানে সভাপত্বি করেন কমিটির সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আমিরুল ইসলাম, সদস্য তাহাজ উদ্দীন, আব্দুল জলিল, আব্দুল লতিবসহ সদস্যবৃন্দ। প্রথম দফায় কাথুলী ও কাজিপুর ইউনিয়নের বাছাই অনুষ্ঠিত হয়েছিলো। গতকাল থেকে দ্বিতীয় দফায় এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ মে’র মধ্যে এ উপজেলার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান গতকাল বিকেলে এক প্রশ্নের জবাবে বলেন, যাচাই-বাছাই কার্যক্রম নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে এখানে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা পক্ষপাতিত্বের সুযোগ নেই। মন্ত্রণালয় থেকে যে নীতিমালা দেয়া হয়েছে তারই আলোকে কার্যক্রম চলছে। তিন ধরনের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করার নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা হওয়ার জন্য অনলাইনে আবেদনকৃত, মুক্তিবার্তায় নাম রয়েছে অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ এবং শুধুমাত্র গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাবৃন্দ এই কার্যক্রমের আওতাধীন হয়েছেন। এই তিন ধরনের মধ্যে যারা পড়েছেন তাদের বিষয়টি অবশ্যই যাচাই-বাছাই করা হবে। এ বিষয়ে ভুল ব্যাখ্যা কিংবা ভুল বোঝার কোনো সুযোগ নেই। জাতির শ্রেষ্ঠ সন্তান এই মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রস্তুত করতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।