গাংনীতে মা-মেয়ের বিষপান : মায়ের মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর গাংনী উপজেলার ভরাট গ্রামে বিষপানে আত্মহত্যা করেছেন শিরিনা খাতুন (৪৫) নামের এক নারী। একই ঘটনায় বিষপানে অসুস্থ নিহতের মেয়ে কাঞ্চন চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার শিরিনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভরাট গ্রামের আদম ব্যাপারী আব্দুল জলিলের পরিবারে কলহ চলছিলো। সংসারে অশান্তি চলায় তুচ্ছ বিষয়গুলো বড় আকারের বিরোধের দিকে ঠেলে দিচ্ছিলো। গত শনিবার মেয়ে কাঞ্চন তার ছেলে হোসাইনকে মারধর করে। বিষয়টি বাধা দেয় কাঞ্চনের মা শিরিনা খাতুন। এ নিয়ে মা-মেয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়। এর জেরে প্রথমে শিরিনা ও পরে কাঞ্চন বিষপান করেন। পরিবারের লোকজন তাদেরকে সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করেন। সেখান থেকে শিরিনাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শিরিনার মৃত্যু হয়।

এদিকে নিহতের পিতার পরিবার মৃত্যুর জন্য তার স্বামীকে দায়ী করেন। পরে দুই পরিবারের মধ্যে মধ্যস্থতায় জলিলের ছেলে ও মেয়ের নামে জমি রেজিস্ট্রি করার শর্তে মীমাংসা হয়।